রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

লামায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মীর হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ২টায় লাইনঝিরি আবুল খায়ের অফিসের পিছনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মির হোসাইন লাইনঝিরি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাইনঝিরির বাসিন্দা হানিফ ভান্ডারীর ছেলে আমির হোসেন তাকে ডেকে নিয়ে বাড়ির এসির লাইন টানার জন্য বিদ্যুৎ খুটিতে তুলে দেয়, এ কাজে তার তেমন দক্ষতা না থাকায় বাড়ির এসির লাইন টানতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে থাকে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিদারুল মেহের তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত মীর হোসেন পেশাগত একজন রাজমিস্ত্রী, এলাকার প্রভাবশালী ব্যক্তি আমির হোসেন তাকে টাকার লোভ দেখালে অভাবের তাড়নাই ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। ফলে অনভিজ্ঞতা কর্মে শিকার হয়ে এমন দুর্ঘটনা ঘটে।

নিহত মীর হোসেনের মা অভিযোগ করেন, মীর হোসেন প্রতিদিন কাজে যায়। কিন্তু হানিফ ভান্ডারীর ছেলে আমির হোসেন কি ভাবে যে আমার ছেলেকে ডেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমি জানি না।

লামা থানার এস আই মাসুদ বলেন, আমরা এবিষয় নিয়ে তদন্ত করেছি, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। তবে বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন এলাকার ওয়ার্ড কমিশনার।

এদিকে লামা বিদুৎ অফিস সহকারী প্রকৌশল সাজ্জাদ ছিদ্দিক বলেন, ঘটে যাওয়া ঘটনা নিয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলেন, বিদ্যুৎ খুঁটিতে বিনা অনুমিত কাউকে ওঠালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ