রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় উপজেলা চেয়ারম্যানসহ আরও ৩৮ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় এবার এক উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে আরও ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৭১১ জনে দাঁড়িয়েছে।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার কুমিল্লায় নতুন আক্রান্তদের মধ্যে জেলার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ও তার অফিসের আরও তিনজন রয়েছেন।

এছাড়া জেলার দেবিদ্বারের ১১ জন, নাঙ্গলকোটের ৫ জন, কুমিল্লা সিটির একজন (আক্রান্ত ব্যক্তি একজন কাউন্সিলর), সদর দক্ষিণের ৭ জন, মনোহরগঞ্জের ২ জন, ব্রাহ্মণপাড়ায় একজন, বরুড়ার একজন, বুড়িচংয়ের একজন ও চান্দিনার ৪ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ৭ হাজার ৭৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ৭ হাজার ৪৫ জনের।

এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭১১ জন। এর মধ্যে নতুন করে দেবিদ্বার উপজেলার ৪ জন সুস্থ হয়েছেন। আর মোট মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন। নতুন করে জেলার নাঙ্গলকোটের একজনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ