রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

গজারিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের চরবাউশিয়া এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চরবাউশিয়া এলাকার মেঘনা-গোমতী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদশা মিয়া (২৫), কাশীম মিয়া (৩৫) ও ইমরান হোসেন (২০)। তাদের সবার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানা এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহা. নাসিরউদ্দিন মজুমদার জানান, হতাহতরা সবাই মাতারবাড়ি তাপ বিদ্যুত কেন্দ্রের শ্রমিক-কর্মচারী বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ঝড়ো বাতাস ও মুষল ধারে বৃষ্টির সময় ১৩-১৪ জন যাত্রী নিয়ে গাড়িটি ঢাকা যাওয়ার পথে মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ঢালে দ্রুত গতিতে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশের খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুইজন ও পরে একজন মারা যায়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুহা. লিয়াকত হোসেন জানান, গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অপরদের চিকিৎসা দেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ