আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ইরানে। যার কারণে দেশটির সরকার পুনরায় লকডাউন কার্যকর করেছে। আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।
আরব নিউজের বরাতে জানা যায়, সম্প্রতি ইরানে দৈনিক করোনাভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা ২০০ অতিক্রম করেছে। যার কারণে কর্তৃপক্ষ ভাইরাসের সংক্রমণ রোধে নতুন পদক্ষেপ নিয়েছে।
ইরানের করোনাভাইরাস মোকাবেলা সংক্রান্ত অধিদপ্তরের প্রধান আলিজেরা জালি বলেন, মঙ্গলবার দেশটিতে নতুন করে ৮৯০ জন করোনা রোগীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নতুন আরোপিত লকডাউনে তেহরানের সব মসজিদ বন্ধ থাকবে। সেইসঙ্গে সব জিম, সুইমিংপুল, স্কুল-কলেজ বন্ধ থাকবে। ইরানে এখন পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ৫৬১ জনের দেহে মরণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছে ১৩ হাজার ৪১০ জন।
মে মাসের শেষ দিকে ইরান সরকার লকডাউন শিথিল করে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু এরপর থেকেই দেশটিতে নতুন মাত্রায় ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করে।
এর আগে এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সংক্রমণ বাড়ার কারণে আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে। কেন্দ্রীয় শহরগুলোতে পরিস্থিতি এখনো স্থিতিশীল। কিন্তু সেসব এলাকাতেও সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
-এটি