আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপের একটি জেলায় হঠাৎ বন্যা ও ভুমিধসে অন্তত ১৬ জন মারা গেছে। নিখোঁজ রয়েছ অন্তত ২৩ জন।
গতকাল বুধবার (১৫ই জুলাই) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণ সুলাবেসি প্রদেশের উত্তর লুয়ু জেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নিকটবর্তী তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ বন্যার সৃষ্টি হয়।
এছাড়াও টানা প্রবল বৃষ্টিতে অন্তত তিনটি নদী প্লাবিত হলে বন্যার সূত্রপাত। এতে রাস্তাঘাট ও বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়। মাটির নিচে আটকা পড়ে অনেকে। বন্যায় উত্তর লুয়ু জেলার অন্তত চার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার পানিতে কাদা এবং অন্যান্য বস্তুতে রাস্তা ও বাড়িঘর ভরে গেছে। প্রাদেশিক সড়কগুলো কাদায় ডুবে গেছে ফলে অনেক মূলপথ এখন বন্ধ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সঙ্গে দেখা দিয়েছে যোগাযোগ বিপর্যয়।
-এটি