বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


হজের আগ মুহূর্তে ফের করোনার হটস্পট মক্কা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র নগরী মক্কাতে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে এলাকাটিতে। এতে করে ফের দেশটির করোনার হটস্পটে পরিণত হয়েছে মক্কা।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৬৫ জনের দেহে নতুন করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ সময়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৪৮ হাজার ৪১৬ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৪৪৭ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে মক্কায় ২২৪ জন, এর পরেই আছে রাজধানী রিয়াদে ২১২ জন, জেদ্দাহতে ১৮৯ জন, আল হাফুফে ১৮২ জন।

জানা যায়, শনিবার পর্যন্ত সৌদি আরবে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর ১ লাখ ৯৪ হাজার ২১৮ জন সুস্থ হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সরকারের তত্ত্বাবধানে তারা দৈনিক ৬৫ হাজার টেস্ট করাচ্ছে। দ্রুততার সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর