বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


সিরিয়া ও লিবিয়া বিষয়ে অ্যাঞ্জেলা মার্কেলকে এরদোগানের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  লিবিয়া ও সিরিয়া বিষয়ে অ্যাঞ্জেলা মার্কেলকে ফোন করেছেন এরদোগান। আলোচনা করেছেন লিবিয়া, সিরিয়া বিষয়ের সর্বশেষ ঘটনাবলী ও তাদের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে। তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ বিভাগের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আনাদুলু এজেন্সি।

আনাদুলু এজেন্সির ইস্তাম্বুল শাখার প্রতিনিধি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার লিবিয়া ও সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এরদোগান ও মার্কেল এক ফোনকল আলোচনা করেছেন। যার মধ্যে অর্থনৈতিক ও পর্যটন বিষয়ও স্থান পেয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে আনাতোলিয়ায় তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান ও  জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো। সেখানেও উল্লিখিত বিষয়ে আলোচনা হয়। তবে এবারের ফোনকল আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে উদীয়মান করোনাভাইরাস (কোভিড -১৯)।

এরদোগান ও মার্কেল উদীয়মান করোনাভাইরাস (কোভিড -১৯) মোকাবিলায় বিশেষত মহামারীটি সংক্রমণের পরে পরবর্তী পর্যায়েও লড়াইয়ে কিভাবে সহায়তা জারী থাকতে পারে; এমন বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।

আনাদুলু এজেন্সি থেকে মোস্তফা ওয়াদুদ এর অনুবাদ

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর