বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


বাদশাহ সালমানের শারীরিক অবস্থা স্থিতিশীল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাসপাতালে ভর্তি হওয়া সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতাল থেকে ভিডিও কলের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন তিনি।

জানা গেছে, ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান পিত্তাশয়ের প্রদাহ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বিকালে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের মন্ত্রিসভার বৈঠকে যোগ দেয়ার একটি ফুটেজ প্রকাশিত হয়। ওই ভিডিওতে কোনো শব্দ না থাকলেও বাদশাহ সালমানকে হাসপাতাল থেকেই কয়েকটি নথি পড়তে দেখা গেছে।

২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবের বাদশাহ হিসেবে দেশ শাসন করছেন সালমান। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর