বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


মানবদেহে ট্রায়ালের জন্য ব্রাজিলে তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবদেহে ট্রায়ালের জন্য ব্রাজিলে অনুমোদন পেলো মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক যৌথভাবে তৈরি করোনার ভ্যাকসিন।

মঙ্গলবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে এই অনুমোদন দেয়া হয়। এটি নিয়ে দেশটিতে মানবদেহে ট্রায়ালের জন্য তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন দেয়া হলো।

ফাইজার এবং বায়োএনটেকের পক্ষ দেয়া একটি বিবৃতিতে বলা হয়, আমরা খুব গর্বিত যে ব্রাজিলিয়ান স্বেচ্ছাসেবীরা এই বৈশ্বিক চেষ্টায় অংশ নিচ্ছেন।

এর আগে ব্রাজিল সরকার চীন এবং যুক্তরাজ্যের তৈরি দুটি করোনা ভ্যাকসিনের মানবদেহে ট্রায়ালের অনুমোদন দেয়। এর মধ্যে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল ব্রাজিলে গত জুনে শুরু হয়। এছাড়া চীনের সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনের ট্রায়ালও ব্রাজিলে মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

এদিকে বিদেশি ভ্যাকসিন ছাড়াও নিজেদের দেশ করোনার প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়েছে যাচ্ছে ব্রাজিল। জানা গেছে, ব্রাজিলের বেশ কয়েকটি করোনার ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর