বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত ৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের হেরাত প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যসহ ৪৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় কর্মকর্তারা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার জানান, নিহতদের মধ্যে অন্তত আটজন বেসামরিক নাগরিক রয়েছেন।

তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন।

এই হামলার ঘটনায় তালেবান মুখপাত্র কারী মোহাম্মদ ইউসুফ আহমাদি একটি বিবৃতিতে জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন এবং আট বেসামরিক নাগরিক মারা গেছেন। এমন হামলা শত্রুদের বিরুদ্ধে তালেবানদেরকে আবারো অস্ত্র হাতে নিতে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি দেন কারী মোহাম্মদ ইউসুফ আহমাদি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।

-এএ


সম্পর্কিত খবর