আওয়ার ইসলাম: ইয়েমেনে চলমান যুদ্ধে ইরান ও সৌদি আরবকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমানকে লেখা এক চিঠিতে এ কথা বলেন তিনি।
চিঠিতে তিনি বলেন, আমি জানি, ইয়েমেনের বর্তমান পরিস্থিতিতে আপনি সুখী নন। নিরীহ মানুষ মরছে। প্রতিনিয়ত তারা আহত হচ্ছে। অবকাঠামো ধ্বংস হচ্ছে।
আল আরাবিয়ার বরাতে জানা যায়, বিন সালমানের উদ্দেশে দেয়া চিঠিটি আহমাদিনজাদ নিজ হাতে লিখেছেন। চিঠির শেষে তিনি সৌদি প্রিন্সকে ভাই হিসেবে সম্বোধন করেন। সেখানে তিনি লেখেন, তোমার ভাই মাহমুদ আহমাদিনেজাদ।
চিঠিতে ইরানের সাবেক প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলের সম্পদগুলো ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, যাতে আপনি অসুখী। এইসব সম্পদের ব্যবহার করে উন্নতি ও শান্তি স্থাপনের দিকে সবাইকে কাজ করতে হবে। এসব কারণেই আপনি শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানাবেন।
আহমাদিনেজাদের এই চিঠির বিষয়টি ইরানের গণমাধ্যমে প্রকাশিত হলেও সৌদি গণমাধ্যম ও ক্রাউন প্রিন্সের কার্যলয় থেকে কোনো বক্তব্য আসেনি।
মাহমুদ আহমাদিনেজাদ বর্তমানে ইরান সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। কিন্তু গুজব আছে, তিনি ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য নমিনেশন চেয়েছিলেন। কিন্তু ইরানের গার্ডিয়ান কমিটি তা প্রত্যাখ্যান করে।
-এটি