বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

আড়িয়াল খাঁ নদীতে ডুবে ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গত রোববার ৯ আগস্ট দুপুর সাড়ে বারোটায় ব্রক্ষ্মপুত্রের শাখা নদী আড়িয়াল খাঁয় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল রানা (২১)।

এ দিন বন্ধুবান্ধব সহ গোসল করতে নেমে নিখোঁজ হন সোহেল রানা। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের ডুবুরী দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ সোহেলের কোনো সন্ধান পায়নি।

এরপর সোমবার (১০ আগস্ট) ২১ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কৃষ্ণপুর গ্রামে মাঝ নদীতে ভেসে উঠে সোহেল রানার লাশ। স্থানীয় প্রশাসনের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ৫ নম্বর চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রতন বলেন, ‘গত কাল নিখোঁজের পর এলাকাবাসী ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে নদীতে ভেসে থাকা অবস্থায় তাঁর লাশ পাওয়া গেলো। এখন লাশ দাফনের প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, নিহত সোহেল রানা ঢাকা কলেজের ২০১৭-১৮ সেশনের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ