বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
সরকারি আমন্ত্রণে বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী ইসলামী আন্দোলনের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের বৈঠক আলিয়া মাদরাসায় ছুটি বেড়েছে ১১ দিন হজের জন্য নিবন্ধন করেছেন সাড়ে ৭৬ হাজার বাংলাদেশি রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সময়ের দাবি: মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের স্বার্থে মাদরাসা খুলে দেয়া এখন সময়ের শ্রেষ্ট্র দাবি বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। আজ বুধবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মিলনায়তনে মাদরাসার মুহতামিম-শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে বহু শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে। যেখানে কুরআন-হাদিসের শিক্ষা হয় সেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, বিপদ-আপদ দূর হয়। তিনি আল্লাহর রহমত ও করোনা মহামারি থেকে মুক্তির প্রত্যাশায় অবিলম্বে মাদরাসা খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, লালমাটিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মাহবুবুল হক কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতি মুজিবুর রহমান, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি হাবীবুর রহমান, মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মুফতি আ.ফ.ম আকরাম হুসাইন, মুফতি ফয়জুল্লাহ সাদী, মুফতি জাফর আহমদ, মুফতি মুহাম্মদুল্লাহ নোমানী, মুফতি সিদ্দিকুর রহমান সাইফী, মুফতি ওমর ফারুক, মুফতি ওয়ালী উল্লাহ নোমান, মুফতি শাহাদাত হুসাইন, মুফতি ওয়াসিফুর রহমান, মুফতি খায়রুজ্জামান হুযাইফী, মুফতি আবু সুফিয়ান, মুফতি আল আমিন প্রমূখ।
এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ