বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
সরকারি আমন্ত্রণে বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী ইসলামী আন্দোলনের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের বৈঠক আলিয়া মাদরাসায় ছুটি বেড়েছে ১১ দিন হজের জন্য নিবন্ধন করেছেন সাড়ে ৭৬ হাজার বাংলাদেশি রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান

আজীবন এতিম শিশুদের পাশে থাকার অঙ্গিকার প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে তার সরকার। আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে, স্বজনহারানো কোন শিশুই একা বা অসহায় থাকবে না। নিশ্চিত করা হবে তাদের সুন্দর ভবিষ্যত।

সকালে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে নিজেদের গড়ে তুলতে এতিম শিশুদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন দোয়া মাহফিলে অংশ নেওয়া এতিম শিশুদের সাথে।

এসময়, প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যাকারীদের পুরস্কৃত করেছিল ক্ষমতা দখলকারিরা। স্বজন হত্যার বিচার পায়নি জানিয়ে, এই বেদনা কতটা কষ্টদায়ক তা তুলে ধরেন শেখ হাসিনা।

স্বজন হারানো কোন শিশুই একা নয় উল্লে­খ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাদের পাশে আছে। এতিম, হিজড়া ও বেদেসহ সকল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা।

সততা ও একাগ্রতার সাথে কাজ করে প্রতিষ্ঠিত হয়ে আগামীতে সবার কল্যাণে ভূমিকা রাখার প্রস্তুতি নিতে শিশুদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে, বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ