বেলায়েত হুসাইন: ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক প্রক্রিয়া শুরুর প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রত্যাখান করেছে বিশ্ব মুসলিম ওলামাদের সর্ববৃহত সংগঠন “বিশ্ব মুসলিম ওলামা সংঘ”।
শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের এই চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা আখ্যায়িত করেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, আমিরাতের এই সম্পর্ক ইহুদিবাদী দখলদারদেরকে জেরুসালেম ও ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্যাতনের পুরস্কার!
সমগ্র ইসলামী উম্মাহকে এই চুক্তি প্রত্যাখানের অনুরোধ জানিয়ে ‘বিশ্ব মুসলিম ওলামা সংঘ’ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
তা ছাড়া এই প্রতিকূল ইস্যুতে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার সংরক্ষণে কাজ করতে মুসলমানদের প্রতি গুরুত্বারোপ করে সংগঠনটি। সূত্র : আল জাজিরা
-এএ