বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
সরকারি আমন্ত্রণে বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী ইসলামী আন্দোলনের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের বৈঠক আলিয়া মাদরাসায় ছুটি বেড়েছে ১১ দিন হজের জন্য নিবন্ধন করেছেন সাড়ে ৭৬ হাজার বাংলাদেশি রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান

বেফাকের খাস কমিটিতে আছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশের সকল কওমি মাদরাসাকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ করার লক্ষ নিয়ে ১৯৭৮ সালে ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড’ প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে নিরলসভাবে বেফাক তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেফাকের গতিকে সচল রাখার জন্য শূরা কমিটি ছাড়াও রয়েছে একটি খাস কমিটি।

বেফাকের সভাপতির অধীনে থাকে এ কমিটির নিয়ন্ত্রণ। বেফাকের গুরুত্ত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের প্রয়োজন পড়লে খাস কমিটির সদস্যরা বসে সিদ্ধান্ত নেন। বর্তমানে বেফাকের খাস কমিটির সদস্যদের নাম ও পরিচয় তুলে ধরা হচ্ছে।

১. মাওলানা নুর হুসাইন কাসেমী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা। ২. মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, প্রিন্সিপাল ও শায়খুল হাদিস, জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মাদরাসা, মাদানীনগর, মনিরামপুর, যশোর। ৩. মাওলানা নুরুল ইসলাম, মুহতামিম, আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম, খিলগাঁও, ঢাকা। ৪. মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুহতামিম, জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা। ৫. মাওলানা আবদুল হক ময়মনসিংহ, ৬. মাওলানা আবদুল হামিদ মধুপুর, মুহতামিম, জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসা ৭. মাওলানা সাজিদুর রহমান, মুহতামিম, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া, বি-বাড়ীয়া। ৮. মাওলানা আবদুল কুদ্দুস, মুহতামিম, জামিয়া এমদাদিয়া আরাবিয়া ফরিদাবাদ মাদরাসা, ঢাকা।

৯. মাওলানা আনাস মাদানী, সাহেবজাদা আল্লামা শাহ আহমদ শফি। ১০. মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মুহতামিম, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসা, সিলেট। ১১. মুফতি ফয়জুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসা। ১২. মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুহতামিম, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসা, মিরপুর, ঢাকা। ১৩. মাওলানা মাহফুজুল হক, মুহতামিম, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা। ১৪. মাওলানা নুরুল আমিন, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া এমদাদিয়া আরাবিয়া ফরিদাবাদ মাদরাসা, ঢাকা। ১৫. মাওলানা মনিরুজ্জামান, মুহতামিম, জামিয়া ইসলামিয়া বায়তুন নূর, সায়েদাবাদ, ঢাকা। ১৬. মাওলানা ছফিউল্লাহ, মুহতামিম, জামিয়া দ্বীনিয়া শামসুল উলূম পীরজঙ্গী মাদরাসা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ