বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আকাশ ও স্থল পথে ভারতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি? হজ উইথ আয়েশার ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোট, রয়েছে যেসব সংগঠন

ফুুলপুরে সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের ফুুলপুর উপজেলার শেরপুর মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ফাইজুল হক আসিফ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় শেরপুর মহাসড়কের অগ্রণী ব্যাংকের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফাইজুল হক উপজেলার বড়ইকান্দি বিশ্বাস বাড়ির জহিরুল হক বিশ্বাসের ছেলে। সে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ফিজিক্স শেষ বর্ষের শিক্ষার্থী। আহত চালক উপজেলার শুনই গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় শেরপুরগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৩৬০) রাস্তায় দাঁড়িয়ে থাকা রিকশাকে ধাক্কা দেয়। এতে চালক আবুল হোসেন ও যাত্রী ফাইজুল হক আসিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফুুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকজনক হলে তাদের ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে যাত্রী ফাইজুল হক আসিফ মারা যায়।

পরে ট্রাক চালক রফিকুল ইসলাম (৪৮) কে আটক করেছে পুলিশ। রফিকুল ইসলাম পালপাড়ার সুরুজ আলির ছেলে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, আমরা ঘাতক ট্রাক ও চালককে আটক করেছি। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ