রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ফুুলপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান
ফুলপুর প্রতিনিধি>

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারি ইউনিয়ন সংলগ্ন খরিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ অনুযায়ী দুইজনকে ৫০হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা এবং দু’টি ডেজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

পরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবের জিম্মায় তা নিলামে বিক্রি করে ৭দিনের মাঝে আদালতকে অবহিত করার নির্দেশ দেয়া হয়।

বুধবার (২৬শে আগস্ট) সহকারি কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, বালু উত্তোলন স্থানের ১০০থেকে ১৫০গজের ভিতরে ইউনিয়ন পরিষদের মূল সড়ক ও বসতভিটা রয়েছ। এছাড়াও পার ভাঙন ও সড়কের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ