রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


নড়াইলে ট্রলারডুবিতে সন্তানসহ পুলিশ নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ঘাট এলাকায় মধুমতি নদীতে ট্রলারডুবিতে এক পুলিশ সদস্য ও তার শিশু সন্তান নিখোঁজ হয়েছে।

শুক্রবার রাতে একটি ট্রলারযোগে পুলিশ সদস্য মুসা আলী তার পরিবারের ৬ জন সদস্য নিয়ে নদীতে ভ্রমণ করে ফেরার সময় এ দুর্ঘটনাটি ঘটে ।

জানা গেছে, উপজেলার চাচই গ্রামের মুসা আলী পুলিশে চাকরি করে। বাড়িতে ছুটিতে এসে পরিবারের সদস্যদের নিয়ে নৌকা ভ্রমণে বেরিয়ে ছিলেন। কালনা মধুমতি নদীতে ট্রলারযোগে ভ্রমণ শেষে ফেরার পথে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সে সময় পানির স্রোতে ট্রলার কালনা নির্মাণাধীন ব্রিজের পিলারে গিয়ে আঘাত করে।

এঘটনায় পুলিশ সদস্য মুসা আলীর কোলে থাকা শিশু ছেলেকে নিয়ে পানিতে ছিটকে পড়ে দু’জনেই নিখোঁজ হয়। বাকি চারজনকে অন্যান্য ট্রলার গিয়ে উদ্ধার করতে পারলেও পুলিশ সদস্য মুসা আলী ও তার শিশু ছেলেকে খুঁজে পাওয়া যায়নি।

সংবাদ শুনে লোহাগড়ার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে গিয়েছিল কিন্তু তাদের সঙ্গে ডুবুরি না থাকায় ফিরে আসে। লোহাগড়ার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ রানা জানান, খুলনা থেকে ডুবুরি আসার পর উদ্ধার কাজ শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ