শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


খাগড়াছড়িতে ওলামা ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আঃ হান্নান মানছুর
খাগড়াছড়ি থেকে>

খাগড়াছড়ি ক্বওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত ও পরিষদকে আরো গতিশীল করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ (৩অক্টোবর ) বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি পৌরসভাস্হ তালিমুল কুরআন নূরানী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ নুরুল কবির আরমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, পরিষদের উপদেষ্টা মাওলানা শিব্বির মাহমুদ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিষদের সদর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা রেজাউল করিম মিছবাহ, মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা আলী মর্তুজা, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু মুসা, হাফেজ হাবিবুর রহমান, হাফেজ শাহ নেওয়াজ প্রমুখ।

পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ