বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

মালিতে নিহত ফরাসি সেনার সংখ্যা বেড়ে ৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার অন্যতম একটি সংকটময় দেশ মালি। দেশটির বেশিরভাগ এলাকাই নিয়ন্ত্রণ করে গেরিলারা। আর এই গেরিলাদের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনীর পক্ষে দীর্ঘদিন ধরে সেনা অভিযান চালিয়ে আসছে ইউরোপের দেশ ফ্রান্স।

এই অভিযানে অংশ নিতে গিয়ে বেশ কিছু ফরাসি সেনা প্রাণ হারিয়েছেন। সর্বশেষ ফ্রান্সের আরো দুই জন সেনা নিহত এবং একজন আহত হয়েছেন।

ফ্রান্সের সামরিক বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, মালির উত্তরাঞ্চলীয় তেসালিত এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এসব সেনা হতাহত হয়েছেন।

এদিকে, ফরাসি সেনা হতাহতের পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সেনাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে পার্সটুডে।

উল্লেখ্য, মালিতে গত ১৮ আগস্ট সামরিক অভ্যুত্থান ঘটে। এতে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কিয়েতা। এর পর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন দেশটির বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান।

মালিতে সরকারি বাহিনীর সঙ্গে ২০১২ সাল থেকে গেরিলাদের লড়াই চলছে। দেশটির বেশিরভাগের অঞ্চলের নিয়ন্ত্রণ গেরিলাদের হাতেই রয়েছে। ফ্রান্স ২০১৩ সালে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাতে মালিতে সেনা পাঠায়। ফ্রান্সের সামরিক বাহিনীর তথ্যমতে, তার পর থেকে গেরিলাদের বিভিন্ন হামলায় এ পর্যন্ত দেশটির ৪৫ জন সেনা নিহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ