বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

আলেমদের উদ্যোগে ঢাকায় যাত্রা করলো নতুন বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: পরিবহন সেক্টরে অরাজকতা রোধ ও সর্বসাধারণের সেবা দানের লক্ষ্যে আলেমদের উদ্যোগে ঢাকায় যাত্রা করলো নতুন এসি বাস। নতুন এ বাসের নাম ‘দেশ মাটি ট্রাভেলস লিমিটেড’। রাজধানীর মোহাম্মদপুর থেকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড পর্যন্ত চলবে এ বাস। কোম্পানীর বাস সংখ্যা রয়েছে মোট ১৫ টি।

মোহাম্মদপুর টু চিটাগাংরোডে চলাচলকারী এ এসি বাস সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৯০ টাকা। দেশ মাটি ট্রাভেলস লিমিটেড এর চেয়াম্যান মাওলানা জালালুদ্দীন আহমাদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মুহাম্মদপুর বাস স্টেশন ডিপোতে উদ্ধোধন করা হয় নতুন এ এসি বাসের। উদ্ধোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেছেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ মাটি ট্রাভেলস লি: উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর বসিলা এলাকার ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আফিফ আহমেদ। এছাড়া দেশ মাটি ট্রাভেলস লি: এর চেয়ারম্যান মাওলানা জালালুদ্দীন আহমাদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাস মালিক মাওলানা জালালুদ্দীন আহমাদ আওয়ার ইসলামকে বলেন, আজ বাসের উদ্ধোধন করা হলেও বাস চলবে আরও দুয়েকদিন পর থেকে। রাজধানীর মোহাম্মদপুর থেকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড পর্যন্ত চলবে এ এসি বাস।

জানা গেছে, একসময় লেগুনা ও টেম্পু সার্ভিস চালু ছিলো দেশ মাটি ট্রাভেলস লি: এর। এরপর নতুন করে বাংলাদেশ রোড ট্রানমিশন কমিশন (বিআরটিসি) কর্তৃক রোড পারমিশান নিয়ে নতুন এ এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ