রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ক্ষমতার অপব্যবহার: বরিশালে ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে ক্ষমতার অপব্যবহার করায় কোতোয়ালি থানা পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন- এসআই বশির আহম্মেদ এবং এএসআই শরীফুল ইসলাম শরিফ। ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল জানান, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে তারা দায়িত্ব পালন ও ক্ষমতার অপব্যবহার করেছেন; যা বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে তিনি জানান।

সাময়িক বরখাস্ত এসআই বশির আহম্মেদ ও এএসআই শরিফুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ