বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে খোলা বাজারে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, বাজারে নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত টিসিবির সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির এক বৈঠকে রোববার এ সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সেইসঙ্গে পেঁয়াজের মজুদ, আমদানি ও সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়েও আলোচনা করে টাস্ক ফোর্স। এ সময় বলা হয়, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। পাশাপাশি আমদানিও স্বাভাবিক রয়েছে। সুতরাং পেঁয়াজের সংকট বা মূল্য বৃদ্ধির সংগত কোনো কারণ নেই।

হুঁশিয়ারি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, অবৈধ মজুদ অথবা কৃত্রিম সংকটের মাধ্যমে পেঁয়াজের মূল্য বৃদ্ধির চেষ্টা হলে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেবে সরকার। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

পেঁয়াজ আমদানিকারকদের আবেদনের প্রেক্ষিতে সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, শুল্কহার পুননির্ধারনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এবং আইপি ও কোয়ারেন্টাইন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ