বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

চার আসনের উপনির্বাচন: বিএনপি থেকে ফরম কিনেছেন ১৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া হিসেবে আজ বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ২টা পর্যন্ত ঢাকা-১৮, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১ এবং নওগাঁ-৬ আসনে মোট ১৮ জন মনোনয়ন প্রত্যাশী ফরম ক্রয় করেছেন।

এর মধ্যে ঢাকা-১৮ আসনে যুবদলের মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদি, বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ ৬ জন রয়েছেন।

ঢাকা-৫ আসনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নবী উল্লাহ নবী ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করা নেতাদের নাম জানা যায়নি। মনোনয়নপ্রত্যাশীরা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে এসব ফরম সংগ্রহ করেন।

সকাল ১০টায় প্রথমে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাহাউদ্দিন সাদী।

এর কিছুক্ষণ পর যুবদলের উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর ঢাকা-১৮ আসনের অন্তর্গত সাত থানার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগর নেতাদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসএম জাহাঙ্গীরের সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিলেন শাহাবুদ্দিন সাগর, আলী আকবর আলী, আহসান হাবিব আহসান, জাহাঙ্গীর বেপারী, হাজী ফজলুল হক, সোহরাব খান স্বপন, আব্দুস সালাম সরকার, আফাজ উদ্দিন, জুলহাস পারভেজ মোল্লা, মনির হোসেন ভূঁইয়া, হারুন-উর রশীদ খোকা, মহানগর উত্তরের নেতা হেলাল তালুকদার, আলাউদ্দিন সরকার টিপুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবারও বিএনপি ফরম বিতরণ ও জমা নেবে। শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড এ চারটি আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবে।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ