রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ময়মনসিংহে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: বিজয় টিভির ধামরাই প্রতিনিধি যুলহাস হত্যা, নিউজ টোয়েন্টিফোরের ময়মনসিংহ ব্যুরো প্রধান ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সৈয়দ নোমানের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের শেরপুরে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনটি শহরের শেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এসময় অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জি. এম.আজফার বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

উল্লেখ্য,  গত ৩ সেপ্টেম্বর বিজয় টিভির ধামরাই প্রতিনিধি যুলহাসকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা এবং ৩১ আগষ্ট নিউজ টোয়েন্টিফোরের ময়মনসিংহ ব্যুরো প্রধান ও বাংলাদেশ প্রতিদিন’র সাংবাদিক সৈয়দ নোমানকে পেশাগত কাজে বাধা প্রদান করে দুর্বৃত্তরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ