শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


সিলেটের বিশ্বনাথ থেকে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বিশ্বনাথ থেকে শাকিল আহমেদ (১৭) নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ রয়েছে। সে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আজেফর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর নিজ বাড়ি থেকে হবিগঞ্জ মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

জানা যায়, শাকিল আহমেদ গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, লম্বা প্রায় ৫ ফুট, তার পড়নে ছিলো একটি গাঢ় সবুজ রঙের পাঞ্জাবী ও একটি বাদামি রঙের প্যান্ট। সাথে ছিলো একটি ব্যাগ এবং ব্যাগের ভিতরে কুরআন শরিফ ও কিছু কাপড়-চোপড় ছিলো।

সে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ফকিরাবাদ হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানার একজন ছাত্র। সে ১৭ পারা হাফেজ।

কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিনিত অনুরোধ করা হলো। যোগাযোগ নিখোঁজ ছাত্রের মামা সাজ্জাদ: 01767043685

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ