শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


ময়মনসিংহে ১০টাকার চাঁদার জন্য ব্যবসায়ী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় ১০ টাকা চাঁদার জন্য পেঁয়াজ ব্যবসায়ী জয়নাল মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে। শুক্রবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের পুলেরঘাট বাজারে এঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত জয়নাল মিয়া টাংগাব ইউনিয়নের নামা বাশিয়া গ্রামের বাসিন্দা এবং পুলেরঘাট বাজারের পেয়াঁজ ব্যবসায়ী। অভিযুক্ত মোস্তফা (৩০) উপজেলার মেদনারটেক গ্রামের বাসিন্দা এবং পুলেরঘাট বাজারের পাহারাদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাজারের ইজারাদারের হয়ে দোকান থেকে টাকা আদায় করেন পাহারাদার মোস্তফা। শুক্রবার সন্ধ্যায় পেয়াঁজ ব্যবসায়ী জয়নাল মিয়ার সাথে বাজারের ইজারার ১০ টাকা চাঁদা নিয়ে পাহারাদার মোস্তফার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জয়নাল মিয়াকে পাহারাদার মোস্তফা এলোপাথারী কিল ঘুষি ও লাথি মারে। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই জয়নাল মিয়ার মৃত্যু হয়।

পাগলা থানার ওসি মুহা. শাহিনুজ্জামান খান গণমাধ্যমকে জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ