আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে চলমান দাবানলে এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ।
গত তিন সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে কয়েক মিলিয়ন একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়েছেন শত শত মানুষ। আগুনের কারণে বিশাল এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দাবানলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ওরেগন অঙ্গরাজ্যে এখনও অনেকে নিখোঁজ রয়েছে। দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ওরেগনের পোর্টল্যান্ড শহরের বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসে পরিণত হয়েছে।
অন্তত ৪০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ মুহূর্তে ওরেগনে ১৬টি, ওয়াশিংটনে ১৫টি এবং ক্যালিফোর্নিয়ায় ২৮টি দাবানল নেভাতে কাজ করছেন হাজার হাজার ফায়ার সার্ভিস কর্মী।
-এএ