শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


আল্লামা আহমদ শফীর ইন্তেকালে জামেয়া জিরির পরিচালকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর দীর্ঘদিনের মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে জামিয়া জিরির মোহতামিম মাওলানা হাফেজ মুহাম্মদ খোবাইব বিন তৈয়ব এবং জামিয়া জিরির শায়খুল হাদিস আল্লামা মুসা সন্দীপী গভীর শোক প্রকাশ করেছেন।

মাওলানা খোবাইব বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী সাহেব আমার উস্তাদ সমতুল্য ও মুরুব্বি ছিলেন।’ আল্লামা মুসা সন্দীপী বলেন- ‘আল্লামা আহমদ শফী সাহেব তাঁর হায়াতে যে সকল দ্বীনি খিদমাত আঞ্জাম দিয়েছেন তা সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে।’

মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তারা বলেন, মহান প্রভুর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তার সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। তার পরিবারকে সবরে জামীল দান করুক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ