শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তি: পঞ্চগড়ে যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ায় মাহাবুব আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহাবুব একই এলাকার আসির উদ্দীনের ছেলে।

এদিকে মঙ্গলবার বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাহাবুব আলমের ফাঁসিসহ বিচারের দাবিতে এলাকাবাসী শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় মিছিল নিয়ে প্রদক্ষিণ শেষে দেবীগঞ্জ থানার সামনে এক মানববন্ধনের আয়োজন করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামসহ বিভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি করায় মাহবুবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এবং ৩১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ (বুধবার) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ