আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় ৯ লাখ ৮৭ হাজার ৭৪২ জনের মৃত্যু হয়েছে।
এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ১১ হাজার ৪১৫ জন। এতে করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ২১ হাজার ২৭৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩৯ লাখ ২৫ হাজার ৪০৬ জন।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৫৩৮ জন। আর আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৮৫ হাজার ৪৭১ জন।
এরপরের অবস্থানেই রয়েছে প্রতিবেশি দেশ ভারত। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ১৬ হাজার ১০৩ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৩১৭ জন।
এদিকে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৫৯ হাজার ৯০৯ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৮৮৩ জনে।
-এএ