শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


মসজিদে বিস্ফোরণ: চিকিৎসাধীন দুজনের উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের তল্লায় অবস্থিত বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোট ৩৭ জনকে ভর্তি করা হয়েছিল রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

সেখান থেকে একে একে নিভে গেছে ৩৪ মুসল্লির প্রাণ। সুস্থ হয়ে ওঠায় ১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন আছেন আর ২ জন মুসল্লি।

আশার কথা হলো, চিকিৎসাধীন ২ জনের অবস্থার উন্নতি হয়েছে। তাদেরকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে গতকাল রাতে। ভাগ্যবান এই ২ জন হলেন পটুয়াখালীর চুন্নু মিয়ার ছেলে মোহাম্মদ কেনান এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসিরহাট গ্রামের আবদুল আহাদের ছেলে আমজাদ। তাদের উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভেতর হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এশার নামাজ পড়তে আসা অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। হুড়োহুড়ি করে বেরুতে গিয়েও অনেকে আহত হয়েছেন। সামান্য দগ্ধ হওয়া ৩ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিলেও বাকি ৩৭ জনকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ