শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


করোনায় আক্রান্ত হুইপ আতিউর রহমান আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুর সদর আসন-১ (সদর) আসনের এমপি, জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার দুপুরে তার করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

হুইপ আতিক ও তার পরিবার সবার কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন বলে জানান তিনি।

সূত্র জানায়, গত মঙ্গলবার তিনি শেরপুর থেকে ঢাকা যাওয়ার পর জ্বর অনুভব করেন। বুধবার সংসদ ভবনের করোনা ল্যাবে নমুনা দিলে শুক্রবার রেজাল্ট পজেটিভ আসে। জ্বর ও সামান্য গলা ব্যথা ছাড়া তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি ন্যাম ভবনের সরকারি বাসায় আইসোলেশনে আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ