শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


ফুলপুরে মোটরসাইকেল-প্রাইভেট কারের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাগুন্দা নামক জায়গায় ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে মোটরসাইকেল -প্রাইভেট কার সংঘর্ষে মোহাম্মদ তুরান নামে একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত তুরান হালুয়াঘাট উপজেলার কিসমত নড়াইল গ্রামের মৃত কুরবান আলির ছেলে। সে ধারা বাজারে একটি বস্ত্রালয়ের দোকানে কাজ করতো।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ফুলপুর পৌর শহরের দিউ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায় তুরান। নাস্তা করে বোন জামাইয়ের ভাগ্নেকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। পরে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে বাগুন্দা নামক জায়গায় গেলে একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুরান মারা যায়, তার সাথে থাকা বোন জামাইয়ের ভাগ্নে মারাত্মকভাবে আহত হয়, তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় তুরানের বাড়িতে চলছে শোকের মাতম। আজ রোববার সকাল সাড়ে দশটায় নিজ গ্রামে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ