বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

‘কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স গনতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আল নোমান।।

কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ গত বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন। উপসাগরীয় আরব রাষ্ট্রের গণতন্ত্র ও শান্তির জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে কুয়েতকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

এর আগে আমির শেখ সাবাহ আল-আহমদের মৃত্যুর পরে গত সপ্তাহে যে মসৃণ উত্তরাধিকার হয়েছে তার ভূমিকার জন্য অ্যাসেম্বলি সর্বসম্মতভাবে শেখ মেশালকে সমর্থন করেছিল।

নতুন শাসক আমির শেখ নওয়াফ আল-আহমদ, গত বুধবার ক্ষমতা গ্রহণ করেছিলেন। কুয়েতে তেলের কম দাম কমে গিয়েছে এবং কোভিড-১৯ মহামারী দ্বারা সৃষ্ট সঙ্কটের মুখোমুখি হয়েছে।

শেখ মেশাল টেলিভিশনের ভাষণে বলেছিলেন, কুয়েত তার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও ‘এর শান্তি ও গণতান্ত্রিক পদ্ধতির পথ’ বহাল রাখবে। সূত্র: আরব নিউজ

১৯৪০ সালে জন্ম নেয়া শেখ মেশাল সদ্যপ্রয়াত আমির শেখ সাবাহ’র ছোট ভাই। ২০০৪ সালে ন্যাশনাল গার্ডের উপ-প্রধান হন তিনি। এছাড়া টানা ১৩ বছর জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন মেশাল। েযুক্তরাজ্যের হেন্ডন পুলিশ কলেজ থেকে গ্রাজুয়েশন করা এ রাজপুত্র কুয়েতের ন্যাশনাল গার্ড পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশ্লেষকরা বলছেন, চারিত্রিক দৃঢ়তা ও বয়সের কারণে শেখ মেশালকে কাছে আরও বড় দায়িত্ব দিতে পারেন কুয়েতের নতুন আমির। গত সপ্তাহে শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার ভাই শেখ নওয়াফ (৮৩)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ