বেলায়েত হুসাইন: বিভিন্ন ভাষায় প্রকাশিত বিশ্বের বিখ্যাত অনেকগুলো বই আরবিতে অনুবাদের উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরবের শাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি।
লাইব্রেরি কতৃপক্ষ আশাবাদী, অনুদিত বইগুলো আগ্রহী আরব পাঠক-পাঠিকাদের জ্ঞান-বিজ্ঞান ও বিশ্ব সংস্কৃতির পরিচয় লাভের বড় একটি মাধ্যম হবে।
ইতোমধ্যে গত ৩০ সেপ্টেম্বর বিশ্ব অনুবাদ দিবস উপলক্ষে শাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি ইংরেজি, ফরাসি, জার্মান, রাশিয়ান, স্প্যানিশ এবং জাপানি ভাষায় একাধিক বই প্রকাশ করে এ যাত্রা শুরু করেছে।
অনুবাদের ক্ষেত্রে বিজ্ঞান, ইতিহাস ও পর্যটন বিষয়ক আন্তর্জাতিক বইগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সূত্র: আল আরাবিয়া
-এএ