বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নির্ধারণ করলো বেফাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন শিক্ষার্থীদের ফি প্রদানের সাথে সাথে পরীক্ষার্থীদের জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।

আজ বৃহস্পিতবার (২৪ ডিসেম্বর) বেফাকের ভেরিফাইড ফেসবুক পেজে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাপরিচালক (মাওলানা) মুহাম্মদ যুবায়ের স্বাক্ষর করা এ বিজ্ঞপ্তি প্রদান করেন কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ইলহাকভুক্ত সকল স্তরের কওমী মাদরাসার মুহতামিম সাহেবদের জানানাে যাচ্ছে যে, আসন্ন ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সকল মারহালার পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি ফরমের সাথে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। এতদসঙ্গে ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি-এর তালিকা প্রদান করা হলাে।

জামাত বা মারহালা হিসেবে ফি পরিশোধের হারসহ প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিম্মে দেয়া হলো।

No photo description available.

উল্লেখ্য, আগামী ২০ জুমাদাল উখরা পর্যন্ত ফি পরিশোধের নিয়মিত তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর ৩০ জুমাদাল উখরা পর্যন্ত ফি পরিশোধের অনিয়মিত তারিখ নির্ধারণ করে অতিরিক্ত ১০% টাকা হারে পরিশোধের জন্য বলা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ