বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

বঙ্গবন্ধুকে স্বাধীনতা-সংগ্রামে উৎসাহিত করেছিলেন শায়খুল হাদীস রহ.: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুকে স্বাধীনতা-সংগ্রামে উৎসাহিত করেছিলেন শায়খুল হাদীস আল্লামা আজীজুল হক রহ.। বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিস এর ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আজ (২৫ ডিসেম্বর) শুক্রবার সকাল নয়টায় পল্টনের ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় সংগঠনটির উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষ্যে মাসব্যাপী চলা কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মুহাম্মাদ কামালুদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাকির হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সমাজসেবক মাওলানা মুহাম্মদ রজীবুল হক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলান মামুনুল হক আরও বলেন, ১৯৪৭ সালে অনেক আশা নিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সাত সমুদ্র তের নদী পাড়ি দেয়া পাকিস্তানের একটি ভূখন্ডের শুধু আদর্শের ভিত্তিতে একতাবদ্ধ হয়ে একটি স্বাধীন দেশ ও জাতী গঠনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত তারা আমাদের বুঝিয়ে গেছে তারা উচ্চজাতের আর আমরা নিন্মজাতের, আমরা তাদের অধীনস্ত। তাই বাংলাদেশীরা ফুসে উঠেছিলো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধে নেমে এসেছিলো। একাত্তরের মুক্তি সংগ্রাম ছিলো জালিমের বিরুদ্ধে মাজলুমের সংগ্রাম। একাত্তরের মুক্তি সংগ্রাম ছিলো বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই। এই সাম্যের লড়াইয়ে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গকে উদ্বুদ্ধ করেছিলো তাদের ছিলো দেশের আলেম সমাজ। বিশেষ করে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ব্যক্তিগতভাবে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিতে উদ্বুদ্ধ করেছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা হাশমতুল্লাহ ফরিদী, সাবেক কেন্দ্রীয় সাহিত্য-সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোশাররফ হুসাইন লাবীব, কেন্দ্রীয় সাহিত্য-সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আবু বকরসহ যুব মজলিস ও ছাত্র মজলিসের মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ