আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন- মাওলানা হাফেয তাজুল ইসলামকে (পীর সাহেব ফিরোজশাহ) এবং সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন- মাওলানা লোকমান হাকীম।
গত ২৩ ডিসেম্বর (বুধবার) জোহরের পর দারুল উলূম হাটহাজারী মাদরাসায় আমিরে হেফাজতের কার্যলয়ে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
হেফাজত ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- আমীরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, উপদেষ্টা সদস্য আল্লামা নোমান ফয়জী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাফেয তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতী জসিম উদ্দিন, যুগ্ন মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম।
মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী অর্থ সম্পাদক হাফেয মুহাম্মদ ফয়সাল ও আলহাজ্ব মুহাম্মদ আহসানুল্লাহ প্রমুখ।
ওআই/আব্দুল্লাহ আফফান