আওয়ার ইসলাম: ইতালিতে শুরু হয়েছে মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ। রোববার (২৭ ডিসেম্বর) প্রায় ১০ হাজার ডোজ প্রথম ব্যাচ কোভিড -১৯ ভ্যাকসিন আসার পরে ভ্যাকসিন প্রয়োগ শুরু করে ইতালি। ইতালিয়ানরা আশা করছেন যে বিশাল টিকা দেওয়ার প্রচারণা শীঘ্রই লকডাউন বন্ধ করে তাদের সাধারণ জীবনে ফিরিয়ে আনবে।
রোমের লাজারো স্পালানজানি জাতীয় ইনস্টিটিউটে একজন ২৯ বছর বয়সী স্বাস্থ্যকর্মী প্রথম সংক্রামক রোগের ভ্যাকসিন গ্রহণ করেন। এরপরে সারাদেশের হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। ইতালি সরকারের পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যকর্মী এবং নার্সিংহোমে বয়স্ক বাসিন্দাদের প্রথম দিকে এই করোনা ভ্যাকসিন দেয়া হবে।
তারপর ৬০ থেকে ৭০ বছর বয়সী এবং যারা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন তাদের করোনা টিকাদান করা হবে জানিয়েছে ইতালি স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপরের ধাপে বিদ্যালয়ের কর্মী, পুলিশ বাহিনী এবং কারাগারের কর্মীদের টিকাদানের পরে সাধারণ জনগণের মধ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগ করবে ইতালি।
দেশটির প্রথম বরাদ্দকৃত ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের ৯ হাজার ৭৫০ ডোজ ক্রিসমাসের গভীর রাতে সালভো ডিঅ্যাকুইস্টো সামরিক ঘাঁটিতে পৌঁছে। সেখান থেকে ভ্যাকসিনের প্রথম ব্যাচের একটি ভ্যান পুলিশ গাড়ি নিয়ে রোমের স্প্যালানজানি হাসপাতালে নিয়ে যায়।
করোনার দ্বিতীয় ঢেউয়ে জরুরি অবস্থার জন্য ইতালির বিশেষ কমিশনার ডোমেনিকো আরকুরি বলেন, ভ্যাকসিনের প্রথম ব্যাচের আগমনের সাথে রোববার একটি প্রতীকী এবং আবেগময় দিন হবে। তিনি আরও জানান, প্রথম ডোজ দীর্ঘ রাত পরে এসেছিল। ইতালিয়ানরা প্রথম আলোর রশ্মি দেখছে, আশা করছি খুব শীঘ্রই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো।
এমডব্লিউ/