আওয়ার ইসলাম: সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত মধ্যপ্রদেশের কয়েক জায়গায়। মন্দাসৌর ও ইন্দোর জেলার কয়েকটি অংশে বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। সূত্র : আলজাজিরা
জানা যায়, সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত কয়েক ডজন মানুষকে গ্রেফতার করা হয়েছে। উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তহবিল সংগ্রহের জন্য ডানপন্থী হিন্দু সংগঠনের আয়োজিত র্যালি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
গত মঙ্গলবার ইন্দোর জেলার একটি মুসলিম অধ্যুষিত গ্রামে র্যালিতে অংশগ্রহণকারী হিন্দু সংগঠনের সদস্যরা একটি মসজিদের সামনে থেমে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। মসজিদে তখন মুসল্লিরা নামাজ পড়ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জাফরান পতাকাবাহী একটি গোষ্ঠী মসজিদের উপরে উঠে ‘জয় শ্রী রাম’ বলে স্লোগান দিচ্ছে এবং পুলিশের উপস্থিতিতেই মসজিদের একটি মিনার ভাঙ্গার চেষ্টা করছে।
পুলিশের মহাপরিদর্শক যোগেশ দেশমুখ এ বিষয়ে বলেন, ‘ঘটনাটি লজ্জাজনক এবং হামলাকারীদের শনাক্ত করার জন্য একটি টিম গঠন করা হয়েছে। হামলা চলাকালীন হামলাকারীদের তুলনায় পুলিশ সংখ্যায় কম ছিল। ফলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়’।
তিনি বলেন, যেহেতু এই ঘটনায় পুলিশের জড়িত থাকার বিষয়টি আসছে, তাই ‘আমরা বিষয়টি তদন্ত করছি। যদি এর কোনো প্রমাণ বা ভিডিও পাওয়া যায়, তবে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে মাত্র তিন দিন আগে উজাইনের মুসলিম অধ্যুষিত বেগমবাগ এলাকায় একই ধরণের সংঘর্ষের ঘটনা ঘটে।সেখানেও বিজেওয়াইএম সদস্যরা প্রস্তাবিত অযোধ্যা রাম মন্দিরের জন্য তহবিল সংগ্রহ করতে একটি মোটরসাইকেল র্যালি বের করেছির।
এছাড়া, মঙ্গলবার চন্দনপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে মন্দাসৌর জেলার দোরানা গ্রামে একটি গোষ্ঠী স্থানীয় একটি মসজিদের মিনার ভাঙচুরের চেষ্টা করেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট জেলাগুলোতে ১০০ জনের বিরুদ্ধে রিপোর্ট তৈরী করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে প্রায় ৫০ জনকে।
উল্লেখ্য, ১৯৯২ সালে গুড়িয়ে দেয়া ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে বেশ কয়েকটি ডানপন্থী হিন্দু সংগঠন তহবিল সংগ্রহ শুরু করেছে।
ভারতীয় সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় একটি হিন্দু মন্দির নির্মাণের জন্য সরকার-পরিচালিত একটি ট্রাস্টকে দায়িত্ব দেয়। এর পরিবর্তে একটি মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের বিকল্প জায়গায় ৫ একর (২ হেক্টর) জমি বরাদ্দ দেয়।
-কেএল