মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


দেশে ঢুকছে ভারতীয় পেঁয়াজ, কমছে দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাড়ে ৩ মাস পর দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ শনিবার বিকালে পেঁয়াজের প্রথম চালান দেশে প্রবেশ করেছে। যা প্রভাব দেশের বাজারে পড়া শুরু হয়েছে।

আজ শনিবার পর্যন্ত প্রায় ৬ হাজার টন পেঁয়াজের এলসি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব পেঁয়াজ দুই-এক দিনের মধ্যে দেশের বাজারে পৌঁছাবে। এতে প্রতি কেজি পেঁয়াজ ২২-২৫ টাকায় নেমে আসবে।

আমদানিকারকরা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই গত বছর ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। দেশটি এ নিষেধাজ্ঞা গত ২৮ ডিসেম্বর তুলে নিলে ফের আমদানি শুরু করেন তারা।

হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক সংগঠনের সভাপতি হারুন উর রশিদ জানান, নিষেধাজ্ঞার কারণে সাড়ে ৩ মাস পর ফের ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ থেকে পেঁয়াজের চালান বন্দর দিয়ে দেশে ঢুকছে।

বন্দরের দু’জন আড়তদার জানান, এরই মধ্যে ভারতীয় পেঁয়াজ আসায় আজ বন্দরে প্রতি কেজি ৩০-৩২ টাকায় বিক্রি হয়েছে। যা গত বৃহস্পতিবার ছিল ৩৬-৪০ টাকা। ফলে কেজি প্রতি ৬-৮ টাকা কমেছে দাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ