বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর নেপালে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, কারফিউ জারি ‘জনগণেই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে’ বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক নিয়ে যা জানা গেল পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল এখন কোথায়, জানাল ডিবি সিইসির সঙ্গে ইসলামী আন্দোলনের ঘণ্টাব্যাপী বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে

খেলাফত মজলিসের কাতার শাখা পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস কাতার শাখার দ্বি-বার্ষিক মজলিসে শুরা গত ৩ মে '২৫ শনিবার রাতে, শাখা সহ.সভাপতি মাওলানা লোকমান আহমদের দোহাস্থ বাসভবনে শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুল হাছিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাজ উদ্দীন আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক মজলিসে শুরার অধিবেশনে কাতার শাখার বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা করা হয়।

মজলিসে শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হাফেজ মাওলানা আবদুল হাছিব চৌধুরী ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাজ উদ্দীন আহমাদ মনোনীত হন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন ও মনোনীত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জোন পরিচালক প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল।

সভাপতি আবদুল হাছিব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাজ উদ্দীন আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জোন পরিচালক প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস কাতার শাখার উপদেষ্টা মাওলানা সাজ্জাদ আলী।

শুরা অধিবেশনে খেলাফত মজলিস কাতার শাখার ২০২৪-২৫ সেশনের নব-মনোনীত নির্বাহী কমিটির দায়িত্বশীলরা হলেন:-

উপদেষ্টা পরিষদ:- মাওলানা মুহাম্মদ সাজ্জাদ আলী, হাফেজ তাজুল ইসলাম, হাফেজ মাওলানা সুলতান আব্দুল লতিফ।

সভাপতি- হাফেজ মাওলানা আব্দুল হাছিব চৌধুরী, সহ.সভাপতি- মাওলানা লোকমান আহমদ, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা নুরুল হক।

সাধারণ সম্পাদক- হাফেজ মাওলানা তাজ উদ্দীন আহমাদ, সহ.সাধারণ সম্পাদক- মাওলানা হাফিজুর রহমান নাহিদ, মাওলানা আবদুর রহমান, আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা আখতার হোসেন।

সাংগঠনিক সম্পাদক- মাওলানা লুৎফুর রহমান, সহ.সাংগঠনিক সম্পাদক- হাফেজ শহিদুল ইসলাম।

বায়তুলমাল সম্পাদক- হাফেজ মাওলানা আবু হামদান।

প্রশিক্ষণ সম্পাদক- মুহাম্মদ মামুনুর রশীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহ.প্রচার সম্পাদক মাওলানা ইয়াসিন আহমদ

পাঠাগার সম্পাদক- মাওলানা আব্দুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক- মাওলানা খালেদ মাসুদ শরীফ।

সদস্য- আলহাজ্ব আব্দুল হক, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ সানাউল্লাহ, মাওলানা আবুল কাশেম, শাহ মাছুম খাদেম, মাওলানা আব্দুল আজীজ সিদ্দিকী, মাওলানা দেলোয়ার, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আমিনুল ইসলাম তালহা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ