আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজারের পেকুয়ায় সকলের অংশগ্রহণে ভোটার অধিকার প্রয়োগ, নির্বাচন প্রক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে ওরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ-এর আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা আইএফইএস-এর সহযোগিতায় পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই ওরিয়েন্টেশনে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ভান্তেসহ বিভিন্ন ধর্মের ৩৪জন ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব ওরিয়েন্টেশনে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী চৌধুরী।
আইএসডিই বাংলাদেশ-এর কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন পুরোহিত বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার নাথ, পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, মওলানা জিয়াবুল ইসলাম, মওলানা মো. শহিদুল্লাহ, মো. বেলাল হোসেন, গৌতম বিশ্বাস, রিদুয়ানুল আলম সজীব, আইএসডিই কর্মসূচি কর্মকর্তা মো. কামাল উদ্দিন, জালাল উদ্দিন ও শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন ভোটার, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার অধিকার, নির্বাচন পদ্ধতি এবং শান্তিপূর্ণভাবে ভোটদানে উৎসাহ সৃষ্টি করা সম্ভব।
এছাড়া গণভোট বিষয়ে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির এবং নির্বাচনের সময়ে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণা ও সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ সম্প্রদায়ে ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আইএসডিই কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলায় অন্তর্ভুক্তিমূলক ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। যার লক্ষ্য একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।
আরএইচ/