মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দুর্নীতি-দু:শাসন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি আর দারিদ্রের কষাঘাতে দেশবাসী আজ জর্জরিত। দেশের বহু মানুষের শীত নিবারণের ন্যুনতম ব্যবস্থা নেই।

আজ শনিবার সন্ধ্যায় (বাদ মাগরিব) খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, লাখ লাখ মানুষ খোলা আকাশের নীচে রাত্রীযাপন করছে। কিন্তু সরকারের এসব অসহায় মানুষের খোঁজ নেয়ার সময় নেই। এ অবস্থায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সাভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব- মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মুফতি সাইয়্যেদুর রহমান, হাজী নূর হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ