দিদার শফিক: নীলফামারী জেলা জমিয়তের উদ্যোগে সৈয়দপুর দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে রাহবারে মিল্লাত আল্লামা নূর হোছাইন কাসেমী রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নীলফামরী জেলা জমিয়তের সভাপতি ও দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারুন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর জামেয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম,মাওলানা ইসমাঈল হোসেন রিয়াজী, শাইখুল হাদিস মাওলানা আব্দুর রব, মাওলানা সোলায়মান ও মাওলানা মকসূদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, তালীম, তাবলীগ, তাসাউ্উফ, সিয়াসত, ইকামতে দীন, ইশাআতে দীন,তাহাফ্ফুজে দীন ও ঈমানী আদোলন-সংগ্রামসহ ইসলামের প্রতিটি অঙ্গনে আল্লামা নূর হোছাইন কাসেমি রহ.নিষ্ঠার সাথে নিরলস ভাবে পরিশ্রম করেছেন। তাঁর দৃঢ়তা ছিল পর্বতসম আর আপোষহীনতায় তিনি ছিলেন অনন্য।
তিনি বলেন, তার দিবা-রাত্রির পরিশ্রম ও সাধনায় গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান। তাঁর নির্দেশনা,পৃষ্ঠপোষকতা ও পরিচর্যায় ফুলে-ফলে সৌন্দর্যমন্ডিত হয়েছে অনেক গুলো ফুলবাগান। আর প্রিয় সংগঠন জমিয়তের জন্য তিনি ছিলেন সদা নিবেদিতপ্রাণ। মহান আল্লাহ যেন আল্লামা নূর হোছাইনন কাসেমী রহ.এর দরজা বুলুন্দীর ফয়সালা ফরমান।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মাওলানা আফেন্দীর নির্বাচনী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং আরোকিছু প্রোগ্রামে অংশ গ্রহণ করেন ।
-কেএল