মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

আজ সোমবার (৪ জানুয়ারি) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে কোনো বাধা থাকছে না।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাবে, যা ভারতের পররাষ্ট্রমন্ত্রাণালয়ও নিশ্চিত করেছে।

ভারতের বৃহত্তম টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিরাম। অক্সফোর্ডের টিকা আনতে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের পক্ষে চুক্তি করে বেক্সিমকো। সোমবার সিরামের বরাত দিয়ে তাদের টিকা রপ্তানি নিষেধাজ্ঞার কথা বলা হয়। এনিয়ে দিনভর চলে নানান আলোচনা। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, এনিয়ে অনিশ্চয়তার কিছু নেই। চুক্তি অনুযায়ীই বাংলাদেশ টিকা পাবে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পরে বেক্সিমকো ফার্মার পক্ষে সংবাদ সম্মেলনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, চুক্তি অনুযায়ী টিকা দিতে বাধ্য সিরাম ইনস্টিটিউট।যা একমাসের মধ্যেই দেশে আনা সম্ভব। তিনি জানান চুক্তি জি টু জি নয়। চুক্তি হয়েছে কোম্পানির সঙ্গে কোম্পানির।

এর আগে টিকা আমদানির জন্য ঔষধ প্রশাসনের কাছে আবেদন করে বেক্সিমকো। সোমবার সন্ধ্যায় অক্সফোর্ডের টিকার অনুমতি দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ