রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


আমি পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে আছি: ভিপি নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছি বলে আন্দোলনকারীদের সঙ্গে সহমত পোষণ করেছেন ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর। আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের সাথে এ সহমত পোষণ করেন।

এর আগে আজ রোববার বেলা ১১টা থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন। এ সময় তাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। অজ্ঞাত হামলাও হয়েছে তাদের উপর।

এ হামলার তীব্র জানিয়ে ভিপি নূর বলেছেন, ‘ঢাকায় পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অন্যায়ভাবে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়ার জোরালো দাবি জানিয়ে শিক্ষার্থীদের দাবিসমূহ মেনে নেওয়ারও আহ্বান জানাই। আমরা পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছি।’

এদিকে ছাত্রদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- কোনোভাবেই এক বছরের ক্ষতি মানা হবে না। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ