সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জানাজায় লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো- চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জানাজা আজ বুধবার (৩১ মার্চ) বাদ মাগরিব যশোর মনিরামপুর জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসা প্রাঙ্গণে বড়ছেলে মাওলানা সুহাইল আহমদের ইমামতিতে অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণ করেন, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, ঢাকা বারিধারা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, জামিয়া মাহমুদিয়া বরিশালের মুহতামিম মাওলানা উবায়দুর রহমান মাহবুব, বারিধারা মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন, খুলনা দারুল উলুমের মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, মাওলানা শেখ মুজিবুর রহমান, মুফতি লুৎফুর রহমান ফারুকী, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আরিফ বিল্লাহ, মুফতি ইয়াহ‌ইয়া, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা ইসহাক কামাল প্রমুখ।

জানাযার পূর্বে জামিয়া ইমদাদিয়া মাদানীনগর, মনিরামপুর, যশোরের মুহতামিম হিসেবে মুফতি ওয়াক্কাস সাহেবের মেজো ছেলে মাওলানা রশিদ আহমদের নাম ঘোষণা করেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ